সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 22.04.2020 তারিখ(class VওVI) ও 23.04.2020 তারিখ(class VII ওVIII) পঞ্চম থেকে অস্টম শ্রেণীর অভিভাবক /অভিভাবিকাদের 3kg করে চাল ও 3kg আলু বিতরন করা হবে। শুধু মাত্র অভিভাবকদের covid-19 সতর্কতা নিয়ে,মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ‍্যালয়ে এসে স্বাক্ষর করে চাল আলু সংগ্রহ করতে হবে।সবাই আলাদা কলম নিয়ে আসবেন।ছাত্রদের কিছুতেই সঙ্গে আনা যাবে না। শিক্ষকদের নির্দেশ মেনে চলতে হবে। ছাত্রদের পরিচয় বহনকারী যেকোনো document সঙ্গে আনার অনুরোধ রইল।

সময়

Class

V -11 am date 22.04.2020

VI -12 noon date 22.04.2020

VII – 11am date 23.04.2020

VIII -12 noon Date-23.04.2020

আগে এসে লাইন দেবেন না। একাধিক counter থাকবে।

3 thoughts on “সংশোধিত বিজ্ঞপ্তি চাল ও আলু বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*