সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 10.06.2020 ও 11.06.2020 তারিখ নিম্নলিখিত সময় অনুযায়ী দুই কেজি করে চাল ও আলু বিদ‍্যালয় থেকে বিতরণ করা হবে। বিদ‍্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির সমস্ত অভিভাবকেরা মাস্ক পরে করোনা সতর্কতা ও আচরণবিধি মেনে আলু ও চাল সংগ্রহ করতে পারবে।ছাত্রদের পরিচয় বহনকারী যে কোনো একটি নথিপত্র অতিঅবশ‍্যই সঙ্গে আনতে হবে।কোনো অবস্থাতেই ছাত্রদের সঙ্গে আনা যাবে না।

পঞ্চম শ্রেণি —— 10.06.2020 সময় 11 am

ষষ্ঠ শ্রেণি ———- 10.06.2020 সময় 12 noon

সপ্তম শ্রেণি ——- 11.06.2020 সময় 11 am

অষ্টম শ্রেণি ——- 11.06.2020 সময় 12 noon

2 pm পর্যন্ত বিতরণ প্রক্রিয়া চলবে।

প্রধান শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*