মে সব অভিভাবকরা(পঞ্চম থেকে অষ্টম শ্রেণী) ০৬/০৮/২০ ও ০৭/০৮/২০ তারিখ Middaymeal এর দ্রব্য সংগ্ৰহ করতে পারেন নি ,তারা আগামী ১৩/০৮/২০২০ তারিখ বেলা ১১টা থেকে ১টার মধ্যে বিদ্যালয় থেকে চাল, আলু ,ছোলা ও সাবান সংগ্ৰহ করতে পারবেন, সাথে activity task sheet ও জমা দেওয়া যাবে। যারা এখনো activity task sheet জমা করতে পারেনি(পঞ্চম থেকে অষ্টম শ্রেণী) তারা ঐ দিন উক্ত task sheet জমা দিতে পারবেন। শুধু মাত্র অভিভাবকেরা মাস্ক পরে ও দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ে আসবেন। ছাত্রদের সঙ্গে আনা যাবেনা।

বিনীত

প্রধান শিক্ষক।

One thought on “আগষ্ট মাসের মিড্ ডে মিল যারা সংগ্ৰহ করতে পারেন নি তাদের জন্য অতিরিক্ত দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*